দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ডাকা হরতাল প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাস্তায় যানজট দেখেই বোঝা যাচ্ছে হরতালে জনগণের বিন্দুমাত্র সাড়া নেই। হরতাল ডেকে তারা নিজেদের হাস্যরসে পরিণত করেছেন।
রাজধানীর তেজগাঁওয়ে গতকাল সোমবার দৈনিক আমাদেরসময়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অতিথিদের নিয়ে অনুষ্ঠানে কেক কাটেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী ও আমাদেরসময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার। মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, প্রকাশক এস এম বকস কল্লোল, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন, প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম প্রমুখ।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বামজোট হরতাল ডেকেছে। আবার জাফরুল্লাহ চৌধুরী হরতাল ডেকে বিদেশে চলে গেছেন, তাহলে জনগণ কী করবে। যারা হরতাল ডেকেছে তাদের লজ্জা হচ্ছে কিনা জানা নেই, তবে নিজের লজ্জাবোধ হচ্ছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই নিত্যপণ্যের দাম বেড়েছে। ফলে দেশেও আমদানিনির্ভর কিছু দ্রব্যের দাম বেড়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে পণ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রমজান মাস সামনে রেখে ১ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।
যেসব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্য মজুত করেছিল, তাদের মদদ দিয়েছিল বিএনপি; তবে প্রধানমন্ত্রীর উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য নস্যাৎ করে দেওয়া হয়েছে।