প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। তবে ৮৭ বছর বয়সী সাবেক এই আমলার শারীরিক অবস্থা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে বলে জানা গেছে। তিনি এখনো করোনা মুক্ত হননি।
পারিবারিক সূত্রে গত রোববার রাতে এসব তথ্য জানা যায়। আবুল মাল আবদুল মুহিতের ভাগ্নি জামাই আহমদ আল কবীর জানান, তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। অন্যান্য দিনের তুলনায় রোববার তার শরীর অনেকটা দুর্বল ছিল। তার সুগার লেভেলও উচ্চমাত্রায় রয়েছে। তবে তার পরও তিনি হাসপাতালে চেয়ারে বসে নিয়মিত সংবাদপত্র পাঠ করছেন।
আহমদ আল কবীর আরো জানান, সাবেক এই অর্থমন্ত্রীর শরীরে এখনো করোনাভাইরাসের জীবানু আছে। আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। আবুল মাল আবদুল মুহিতের আশু রোগমুক্তি কামনা করছি আমরা। একই সঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, যাতে তিনি দ্রুত সুস্থ হতে পারেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই আবুল মাল আবদুল মুহিতের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়। যদিও তিনি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করেছেন। করোনা শনাক্তের পর থেকে রাজধানীর বনানীর নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। তবে গত ২৮ জুলাই বিকেলে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।