সরকার দলীয় এমপি-মন্ত্রীর কথায় মিল নেই: গয়েশ্বর চন্দ্র রায়

সরকার দলীয় এমপি-মন্ত্রী কারও কথার সঙ্গে কারও কথার মিল নেই বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একেক জন একেক রকম কথা বলেন। একজনের কথার সাথে আরেকজনের কোনো মিল নেই।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দিনের ভোট রাতে হয়েছে, এগুলো কারা করেছে ? আজকের সংসদকে কী বলবো আমরা? যে পুলিশ রাতের বেলায় চোর ধরে তারাও কিন্তু ভোট চুরি করেছে। সে জন্য আজকে পুলিশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নৈতিকতার দিক দিয়ে পুলিশের কোনো অবস্থান কি এখন আছে? গয়েশ্বর বলেন, দেশের সচিবরা-পুলিশরা আজকের সরকারের পার্লামেন্টের ভাগ্যের বিধাতা। তারা পাপ করছে, তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

Scroll to Top