যানজটে আটকা পড়েছেন খালেদা জিয়া

আজ বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে অ্যামিরেটস এয়াররাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশে ফেরার পর বিমানবন্দর থেকে গুলশানের বাসায় রওনা হয়েছেন। বনানী-বিমানবন্দর সড়কে প্রচণ্ড যানজটে আটকে থাকতে হয়েছে তাকে।

বিএনপি চেযারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সংবাদ মাধ্যমকে জানান, ‘খালেদা জিয়া জ্যামে পড়েছেন। গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা’য় পৌঁছাতে তার আরও ঘণ্টা-দেড়েক সময় লাগতে পারে।’

এ সময় বনানী-বিমানবন্দর সড়কের দুইপাশে দাঁড়িয়ে, অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। গাড়ির ভেতর থেকে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে কুশল বিনিময় করেন বিএনপি প্রধানও।

এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহিলা দল নেত্রী আফরোজা আব্বাস প্রমুখ।

এছাড়া বিমানবন্দরের বাইরে ও আশপাশের সড়কে অবস্থানকারী নেতা-কর্মীরা নানা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ