বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন যে, সরকার লকডাউনের নামে জনগণের ওপর অকার্যকর শাটডাউন চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, যারা দিন আনে, দিন খায় তাদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়নি।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম জিয়ার মুক্তি ও পূর্ণাঙ্গ জামিন চান তিনি।
এ সময় লুটপাট, দুর্নীতি আর ব্যবসা করার জন্যই সরকার করোনার সমস্যা সমাধানে কারো পরামর্শ নিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে জাতীয় কমিটি গঠনের মধ্য দিয়ে করোনা মহামারি মোকাবিলা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, করোনার টেস্টই করা হচ্ছে না, তাহলে পরিসংখ্যান কীভাবে দেবেন, পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছে সরকার।
বিএনপি মহাসচিব বলেন, রমজানকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ করতে পারছে। প্রকৃতপক্ষে বাজার সিন্ডিকেটগুলো সবই আওয়ামী লীগের লোকজন দিয়ে পরিচালিত হওয়ায় এরাই যোগসাজশ করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে।