বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রুহুল কবির রিজভীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
রুহুল কবির রিজভীর আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।