২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

দীর্ঘ ২০ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। ২০০১ সালের জুলাই মাসে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এটি ছিল চট্টগ্রাম মহানগরে সংগঠনের প্রথম কমিটি। আগামী ১১ এপ্রিল নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের উপস্থিতিতে নগর স্বেচ্ছাসেবক লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার (৬ মার্চ) বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রথম সম্মেলনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে বলে জানা গেছে।

নগর স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা জানান, বর্তমান কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন, তিন যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলামসহ ২১ সদস্যের কমিটির বেশির ভাগ নতুন কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা চাচ্ছেন নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে। আর সম্মেলনের দিনই নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে চান তারা।

নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন জানান, আমাদের দায়িত্ব দেওয়ার পর তৃণমূলের কমিটিগুলো গঠন করেছি। নগর কমিটির সম্মেলন করার চেষ্টা করলেও বিভিন্ন কারণে তা হয়নি। এবার নতুন কমিটিতে আমিসহ আমাদের তিন যুগ্ম আহ্বায়কের কেউ থাকছি না। আমরা চাচ্ছি বিভিন্ন কর্মকাণ্ডে যাঁরা সক্রিয় তাঁদের নেতৃত্বে আনতে।

একই কমিটির যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান জানান, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্ব আসুক। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে কমিটি হবে। ১০১ সদস্যের কমিটি হতে পারে। পদগুলোতে একাধিক প্রার্থী থাকলে ভোটাভুটিতে নেতৃত্ব আসবে।

Scroll to Top