শেষ মুহূর্তে সিরাজগঞ্জে বিএনপির ভোট বর্জন

সিরাজগঞ্জের দুইটি পৌরসভায় নির্বাচনের শেষ মুহূর্তে এসে ভোট বর্জন ও ফলাফল প্রত্যাখানের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া ও প্রকাশ্যে জোর করে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান করেছেন প্রার্থীরা।

আজ শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে ভোট প্রত্যাখানের ঘোষণা দেন বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক শামীম খান, হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সদর থানা যুবদলের সভাপতি শহীদ আলম প্রমুখ।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান অভিযোগ করে বলেন, প্রতিটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টকে ঢুকতে না দেওয়া ও প্রকাশ্যে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়েছে।

এর আগে একই অভিযোগে উল্লাপাড়া পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী মো. আজাদ শেখ ভোট বর্জনের ঘোষণা দেন।

বাংলানিউজকে তিনি বলেন, পুলিশের সহায়তায় নৌকা প্রতীকে জোর করে ভোটারদেও ভোট দিতে বাধ্য করা হয়েছে। একতরফা এই নির্বাচনকে আমরা প্রত্যাখান করেছি।

Scroll to Top