নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চায় জাতীয় পার্টি

আগামী জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। এ ছাড়া আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবসহ মোট দফা দাবি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

৯ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির সঙ্গে জাতীয় পার্টির অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

ইসির সদিচ্ছা আছে সুষ্ঠু নির্বাচন করে ইতিহাসের পাতায় নাম লেখানোর বলে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচন বিষয়ে পাবলিক পারসেফশন হলো- সেনাবাহিনী মোতায়েন করা হলে নির্বাচন সুষ্ঠু হবে। আমরা তাই বলেছি, যেহেতু জনগণ চাচ্ছে, তাই সেনাবাহিনী মোতায়েন করা হোক।’

সংসদে না থাকায় বিএনপি অন্তবর্তী সরকারে থাকতে পারবে না উল্লেখ করে এরশাদ বলেন, ‘যারা সংসদে আছে, সেসব দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হবে। বিএনপি সংসদে নেই। তাই দুঃখজনক ঘটনা হলেও সত্যি যে অন্তবর্তীকালীন সরকারে বিএনপি থাকতে পারবে না।’

বিএনপি বড় রাজনৈতিক দল কিনা- এমন প্রশ্নের জবাবে ‘জানি না’ বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘তারা নির্বাচনে আসবে বলে আমি আশা করি। তবে বৃহৎ দল কিনা বলতে পারি না। বৃহৎ দল অন্যরাও হতে পারে। আমরাও হতে পারি। তবে সেটা জনগণ ঠিক করবে। বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা বলতে পারব না। আমি তো আর আল্লাহ্ না।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্য কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিবে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের নেতৃত্বে দলটির মহাসচিব রহুল আমীন হাওলাদার এমপি, জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ, কাজী ফিরোজ রশীদ, দলটির কো চেয়ারম্যান সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, দলটির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সালমা ইসলাম এমপিসহ ২৫ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় জাতীয় পার্টির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে এ পর্যন্ত ২৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top