বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক কাল

আগামীকাল রবিবার (৫ জুলাই) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। জুম অ্যাপের মাধ্যমে বৈঠক চলবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এই বৈঠক ডেকেছেন বলে সূত্র জানায়।

গত ১১ জুন জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটের প্রতিক্রিয়া ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে জানায় ১৫ দিন পর। গণমাধ্যমে পাঠানো ওই প্রতিক্রিয়ায় জোটের কয়েকটি দলের নেতাদের নাম না থাকা নিয়ে জোটের মধ্যে অসন্তোষ রয়েছে।

এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি করোনা ভাইরাসে জোটগতভাবে করণীয় ও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মূলত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এ কারণে গত চার মাসে ২০ দলীয় জোট নেতাদেরও কোনো বৈঠক হয়নি।

Scroll to Top