ক্যাসিনো কাণ্ড: কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব আটক

ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র‍্যাব। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

কাউন্সিলর তারেকুজ্জামানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান। যদিও শুরুতে র‍্যাবের পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছিল।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাবের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৪০৪ নম্বর বাড়ি থেকে কাউন্সিলর তারেকুজ্জামানকে আটক করে। তিনি ওই বাড়িতে অবস্থান করছেন, এমন খবরের ভিত্তিতে র‍্যাবের দলটি আগেই ওই বাড়ি ঘিরে রেখেছিল।

এর আগে ১১ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিনই তাঁর বাসায় অভিযান চালিয়ে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক ও ১ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ উদ্ধার করেন র‍্যাব কর্মকর্তারা।

Scroll to Top