বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিন লাখ ৮৭ হাজার ২৭৯ জন ভোটার নিয়ে গঠিত এই আসনের ১৪১টি কেন্দ্রেই প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করে ভোট দেবেন ভোটাররা। ভোটগ্রহণের সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য এরইমধ্যে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু, জয়ী হবার পর ২৯শে এপ্রিল শপথ নেয়ার শেষ দিনেও মির্জা ফখরুল শপথ গ্রহণ না করায় পরদিন স্পিকার শিরীন শারমীন চৌধুরী এই আসনটি শূন্য ঘোষণা করেন।
এরপর, ৮ই মে নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ৪ঠা জুন প্রতীক বরাদ্দ করা হয়। এবার এই আসনের ১৪১টি ভোটেকন্দ্রের ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।
সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও বগুড়া পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ২৭৯ জন।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি