আমার দলের মধ্যেও ভেজাল ঢুকে গেছে : নাসিম

খাদ্যে ভেজালের সঙ্গে সঙ্গে দলের মধ্যেও ভেজাল ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আজ আমাদের সব ক্ষেত্রেই হয়তো কিছুটা হতাশা আছে। ভেজাল আছে অনেক ক্ষেত্রে। এখন আমাদের রাজনীতিতেও ভেজাল ঢুকে গেছে। এমনকি আমার দলের মধ্যেও ভেজাল ঢুকে গেছে।’

ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী কাউন্সিলে দলকে ভেজালমুক্ত করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। নব্য ভেজালকারী, নব্য আওয়ামী লীগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরা আমাদের জন্য ক্ষতিকর, দলের জন্য ক্ষতিকর।’

একই সঙ্গে খাদ্যে ভেজালরোধে ব্যবসায়ী সংগঠনগুলোকে তৎপর হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নেতা বলেন, ‘একজন ভেজালকারী সবচেয়ে বড় সন্ত্রাসী। সবচেয়ে বড় জঙ্গি, সবচেয়ে বড় ঘাতক। এখানে অনেক ব্যবসায়ী আছেন। আপনারা কেন ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়ান না? আপনাদের নানা ব্যবসায়ী সমিতি আছে, এফবিসিসিআই আছে। আপনারা কেন নিজেরা আন্দোলন গড়ে তোলেন না? আপনারা কেন বলেন না যে, কেউ যদি ভেজাল দিয়ে অভিযুক্ত হন, তাহলে তিনি সমিতির সদস্য হতে পারবেন না।’

বৈঠকে আরও বক্তব্য দেন সাবেক তথ্যমন্ত্রী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আফজাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সভাপতি আ ব ম ফারুক প্রমুখ।

Scroll to Top