নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার পর রাজনীতিতে টিকে থাকতে বিএনপি এখন সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির সমালোচনাকে আমরা নেগেটিভলি নিচ্ছি না। তাদের সমালোচনায় সততা থাকলে আমরা সংশোধন হবো। কিন্তু তারা এখন যে ধরনের সমালোচনা করছে তাতে স্পষ্ট রাজনীতিতে তারা টিকে থাকতে চাইছে। আর সে কারণেই ঢালাওভাবে সরকারের সমালোচনা করছে।’
রবিবার ( ২৬ মে) রাজধানী মতিঝিলস্থ বিআরটিসি ভবনে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস সম্পর্কে পর্যালোচনা, মত বিনিময় সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে গ্র্যাচুইটির চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ ঈদের পর বিএনপি রাজনৈতিক আন্দোলন করলে স্বাগত জানাই। আমরা রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করবো। আর যদি তাদের আন্দোলন অরাজনৈতিক হয়, তবে আইন শৃঙ্খলাবাহিনী তাদের মত করে ব্যবস্থা নেবে।’
কৃষকেরা যাতে ধান উৎপাদনে নিরুৎসাহিত না হয় সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধানের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যেখানে সমস্যা আছে খতিয়ে দেখতে বলেছেন। শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। বাংলাদেশ কৃষি ক্ষতিগ্রস্ত হবে এ ধরনের কাজ এ সরকার কোনোদিন করবে না।’
তিনি বলেন, ‘যে সমস্যাগুলো আছে, সেগুলো প্রতিকার করার উদ্যোগ নিয়েছি। কৃষকেরা যাতে ধান উৎপাদনে নিরুৎসাহিত না হয়, সেজন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। কৃষকদের কল্যাণে যা যা দরকার শেখ হাসিনা সরকার তাই করবে।’