ভারতের জনগণ যে দল বা জোটকে নির্বাচিত করবে তাদের সাথেই বাংলাদেশের সু-সম্পর্ক থাকবে-এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, ভারতের সাথে যোগাযোগের নতুন নতুন দরজা উন্মোচিত হবে। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ সবসময় আশাবাদী। ছিটমহল, সীমান্ত চুক্তি যেভাবে বাস্তবায়ন হয়েছে, তিস্তাসহ অভিন্ন নদীর বিষয়েও একই ভাবে ভারতের নতুন সরকার সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, ভারত থেকে নতুন ৬০০ বাস এবং ৫০০ ট্রাক আনা হচ্ছে। ইতিমধ্যে ৪৮০ টি ট্রাক চলে এসেছে বলেও জানান তিনি ।
তিনি আরও জানান, কৃষক যাতে ধানের নায্য মূল্য পায়, সেজন্য সরকার বাস্তবসম্মত সমাধানের চেষ্টা করছে।