খালেদা জিয়ার জন্য প্যারোলে মুক্তি চাইনি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। তার কারণ হলো পিজি হাসপাতাল সরকারের নিয়ন্ত্রনে থাকে। এজন্য আমরা তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে সেবা দিতে বলছি।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার জন্য আমরা প্যারোলে মুক্তি চাইনি।

রোববার (৭ এপ্রিল) দুপুরে  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টায় বিএনপি আয়োজিত এই গণঅনশন শুরু হয়। অনশন চলার কথা  বিকেল ৪টা পর্যন্ত। এরপর বাড়তি সময় নির্ধারণ করা হয়।

ফখরুল বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। খালেদা জিয়া ছাড়া এদেশ ধংসের পথে চলে যাবে বলেও জানান বিএনপি মহাসচিব।

গণঅনশনে উপস্থিত রয়েছেন- বিএনপির,স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,গয়েশ্বর চন্দ্র রায়,নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম,শামসুজ্জামান দুদু,ডা:এ জেড এম জাহিদ হোসেন,আহমদ আজম খান,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম,হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি,সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান,আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ

Scroll to Top