দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবেই করতে পারছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ।

হাঁটাচলাসহ দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবেই করতে পারছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, ওবায়দুল কাদেরসহ তিনজন ওই হাসপাতালের একটি রুমে চেয়ারে বসে আছেন। মাঝখানে সাদা পাঞ্জাবি-পাজামার ওপরে মুজিব কোট পরিহিত ওবায়দুল কাদের, তার বামপাশে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী, আর ডানে মন্ত্রীর ঘনিষ্ট একজন।

গত ৩ মার্চ ফজরের নামাজের পর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ওবায়দুল কাদেরের। এরপর বিএসএমএমইউতে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে অস্ত্রপচারের পর এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানিয়েছে মন্ত্রীর ঘনিষ্ট সূত্র।

Scroll to Top