জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কাজী আসাদুজ্জামান আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৯টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাজী আসাদের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
বুধবার বাদ যোহর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন কাজী আসাদুজ্জামান। এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। এক পর্যাযে তার শারীরিক অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে কারো সঙ্গে কথাও বলতে পারছিলেন না ৬৭ বছর বয়সী এ রাজনীতিক।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, কাজী আসাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন।
১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।