ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচক ও লেনদেন কমেছে। আজ দুই বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ রবিবার ডিএসইতে ৬০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭৪ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৮০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৯৯ পয়েন্টে।
ডিএসইতে দিনভর লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।
আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৩৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারদর।
বাংলাদেশ সময় : ১৭২৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ