ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ নিয়ে টানা ছয় কার্যদিবস ধরে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় নতুন মাইলফলকে ৬০০০ পয়েন্ট অতিক্রম করেছে ডিএসইর সূচক। বিনিয়োগকারীদের অনেক দিনের প্রত্যাশিত অবস্থানে পৌঁছেছে আজকের বাজার। এখন পর্যন্ত এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। বিনিয়োগকারীদের অনেকদিনের আশা ছিল সূচক ৬০০০ পয়েন্ট অতিক্রম করবে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর শেয়ারবাজারের সূচক ছিল ছয় হাজার ৫৫ পয়েন্ট। সেখান থেকে অনেক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে পার হয়ে শেয়ারবাজার আজ সেই ছয় বছরের রেকর্ড গড়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৮৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ৪৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল বুধবার ডিএসইতে ৮০৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দিনশেষে আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৮৫২ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা।
এর আগে গতকাল বুধবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৯৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১২৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৮০৪ কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা।
অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৬৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।
আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, বিবিএস ক্যাবলস্ লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ