দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কোম্পানি দুটির নিরীক্ষক প্রতিষ্ঠান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে কোম্পানি দুটি হলো-বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার এবং সিরামিক খাতের স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।
খুলনা পাওয়ার কোম্পানি-কেপিসিএল
বাণিজ্যিক কার্যক্রমে থেকেও কেপিসিএল সর্বশেষ অর্থবছরে বড় লোকসান গুণেছে। পাশাপাশি দুটি পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর মার্চে। চুক্তি নবায়নের সম্ভাবনা একদমই কম। এসব কারণে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কোম্পানিটির নিরীক্ষক প্রতিষ্ঠান। কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজ
বেশ কয়েক বছর ধরে লোকসানে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ। সর্বশেষ অর্থবছরে বিশাল লোকসান গুনতে হয়েছে কোম্পানিটিকে। বাড়ছে ব্যাংকঋণ। সম্পদের চেয়ে দেনার পরিমাণ অনেক বেশি এখন কোম্পানিটির। এছাড়া বিভিন্ন অসংগতি উঠে এসেছে ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে। এমতাবস্থায় কোম্পানিটির ব্যবসা পরিচালনা নিয়ে রয়েছে শঙ্কা প্রকাশ করেছেন কোম্পানিটির নিরীক্ষক।