বড় আকারের একটি গ্রহাণু বা শিলা অবস্থান করছে পৃথিবীর কাছাকাছি। আগামী সপ্তাহে এটি পৃথিবী অতিক্রম করবে। আয়তনের দিক থেকে গ্রহাণুটি আইফেল টাওয়ারের মতো বড়।
তবে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কাছাকাছি অবস্থান করলেও গ্রহাণুটি পৃথিবীর কোনো ক্ষতি করবে না।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০০৬ এইচভি৫। ১৭ বছর ধরে এটির কক্ষপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণে এর অতীত, বর্তমান ও ভবিষ্যত অবস্থান খুব সুনির্দিষ্টভাবে গণনা করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত ডা. সুসাননা কোহলার জানিয়েছেন, ২০০৬ এইচভি৫ নামের গ্রহাণুটি আবিষ্কৃত হয় ২০০৬ সালে। তবে গ্রহাণুটি পৃথিবীর মানুষের জন্য কোনো হুমকি নয়।
ডা. সুসাননা কোহলার আরও বলেন, বছরে মাত্র একবার এমন বড় আকারের গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসে। পৃথিবীতে এই শিলার অভিগমনকে ‘বিরল-২’ শ্রেণিতে তালিকাভুক্ত করেছে নাসা।
বিজ্ঞানীরা জানিয়েছে, গ্রহাণুটির ব্যাস প্রায় ১ হাজার ফুট, যা প্যারিসের সবচেয়ে উঁচু ভবন আইফেল টাওয়ারের কাছাকাছি। আইফেল টাওয়ারের উচ্চতা হলো ১ হাজার ৮৩ ফুট।
বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুটি ১৫ লাখ মাইল দূরত্ব অতিক্রম করবে, যা চাঁদ থেকে পৃথিবীর দূরত্বের প্রায় ৬ দশমিক ৩ গুণ।
পৃথিবী থেকে তিন কোটি মাইলের মধ্যে থাকা কোনো বস্তুকে মহাকাশের কাছাকাছি বস্তু হিসেবে ধরা হয়।
সংবাদ সূত্রঃ ইন্টারন্যাশনাল দ্য নিউজ