৩ অক্টোবরের পর করোনার প্রথম ডোজের টিকা আর দেয়া হবে না বলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খুরশীদ আলম বলেন, বিভিন্ন সময়ে আসা টিকার মেয়াদ অক্টোবরে উত্তীর্ণ হয়ে যাবে। তাই যারা এখনও টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়নি, মেয়াদ শেষ হওয়ার আগে তাদের সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। ১১ অক্টোবর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম আবারও শুরু হবে বলে ডা. এ বি এম খুরশীদ আলম জানান।
এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে যথাক্রমে ৯৭ ও ৯০ শতাংশ। আর বুস্টার ডোজ নিয়েছে ৪১ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ও পরামর্শ অনুযায়ী কাজ করেছে স্বাস্থ্য আধিদফতর।