কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ৩০৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সৌদিয়া কোচ ও তিনটি মোবাইল জব্দ করা হয়। পরে টেকনাফ বিজিবি- ২ ব্যাটালিয়ন সদস্যরা গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করেন।
শুক্রবার নিয়মিত যান চলাচল তল্লাশিকালে গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়।
আটককৃত সদ্যসরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্য গ্রামের মুহাম্মদ কালো মিয়ার ছেলে মো. দিদার (৩৮), কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালি ছাইড়াখালী গ্রামের নবী হোসাইনের ছেলে মো. হাসান আলী (২৮) ও মো. ফেরদৌসের ছেলে মোহাম্মদ আরিফ (১৯)।
শুক্রবার রাতে টেকনাফে নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করে টেকনাফ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া কোচ আসলে তা থামিয়ে তল্লাশি করা হয় বলেন, বিজিবি- ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার । পরে বাসটি তল্লাশিকালে চালক, সুপারভাইজার এবং হেলপারের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারদের স্বীকারোক্তিতে বাসের সিলিংয়ের উপরে সাউন্ডবক্সের ভিতরে এবং সিটের নিচে চুম্বক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩০৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।