নারায়ণগঞ্জে একসঙ্গে জন্ম নেওয়া জমজ তিন শিশু স্বপ্ন, পদ্মা ও সেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণের চেইন উপহার পাঠালেন। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর ওই বিশেষ উপহার নারায়ণগঞ্জে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুশফিক রহমান ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত ই খুদা এই উপহার দিতে জমজ শিশুদের বাড়ি যান।
জানা যায়, উপহার সামগ্রীর মধ্যে ছিলো প্রত্যেক শিশুর জন্য এক ভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন, বিভিন্ন রকমের ফলের ঝুড়ি, শিশুদের পোশাক ও ফুলের তোড়া। তাদের পরিবারে প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ ধন্যবাদ বার্তাও পৌছে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী এনি বেগম শহরের একটি ক্লিনিকে একসাথে তিন সন্তানের জন্ম দেন। যার মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে।
আশরাফুল ইসলাম অপু বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে। তিনজনের মধ্যে মেয়ে বাচ্চার নাম রাখা হয় স্বপ্ন এবং দুই ছেলের নাম রাখা হয় পদ্মা ও সেতু।