দেশে করোনায় প্রায় ২০ মাস পর মৃত্যুশূন্য ১ দিন পার করল বাংলাদেশ। তবে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১০৭টি। এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭ হাজার ৯৪৬ জন।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।