ভারতে একদিনেই করোনার টিকা পেয়েছেন এক কোটি মানুষ। গত শুক্রবার (২৭ আগস্ট) দেশটি এ রেকর্ড গড়ে। এর আগে একদিনে সর্বোচ্চ ৯২ লাখ টিকা প্রদান করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাইলফলককে ১৩০ কোটি জনসংখ্যার দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে প্রশংসা করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, যারা টিকা গ্রহণ করেছেন এবং যারা টিকা প্রদান করছেন তাদের সফলতার প্রশংসা করুন।
ভারত সরকার পরিকল্পনা করেছিল চলতি বছরের শেষ নাগাদ প্রাপ্তবয়স্ক ১১০ কোটি লোককে টিকা দেয়ার। কিন্তু ভ্যাকসিন সংকট, প্রশাসনিক সংশয় ও দ্বিধার কারণে টিকাদানের অগ্রগতি ব্যাহত হয়েছে। গত জানুয়ারিতে টিকাদান শুরুর পরে মাত্র ১৫ শতাংশ লোককে দু’টি ডোজ দেয়া সম্ভব হয়েছে। এপ্রিল-মে মাসে করোনার বিধ্বংসী উত্থানের পর থেকে ভারতে দৈনিক সংক্রমণ সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে, যা স্বাস্থ্য ব্যবস্থায় স্বস্তি এনেছে।।