করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ৬৫২ জন।

৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ২৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন।

আজ রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ০৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬ জন।

Scroll to Top