করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৬০৪ জনের। আর পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৯৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৪, খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ ও ময়মনসিংহে ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের। করোনায় মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।