জেলের জালে মাছের সাথে সাথে ধরা পড়ে অনেক কিছু। সমুদ্রে মাছ ধরার সময়ে জেলেদের জালে ধরা পড়েছিল বেশ বড় আকারের একটি মাছ। সেই মাছ কাটার ভিডিও করতে গিয়ে হতবাক মৎস্যজীবীরা। মাছের পেট কাটতেই বেরিয়ে এলো ভর্তি হুইস্কির বোতল। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
যদিও কোথায় এই ভিডিও করা হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভিডিও-তে দেখা যাচ্ছে, দুই মৎস্যজীবী একটি বড় মাছের পেট কাটছেন। কাটতে গিয়ে তারা দেখেন, পেটে কিছু একটা আটকে রয়েছে। তার পরে আরও কিছুটা কাটার পরেই পেটের মধ্যে থেকে ভর্তি হুইস্কির বোতল বেরিয়ে আসে। এই ঘটনায় অবাক হয়ে যান তাঁরা।
এই ভিডিও ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কেউ যেমন এই ঘটনায় অবাক হয়েছেন, অন্য দিকে আবার কেউ বলছেন, এই ভিডিও মিথ্যে। মাছ কাটার আগে তার মুখ দিয়ে ওই বোতল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেই তাদের ধারণা।
অনেকে আবার বলছেন, মানুষ সমুদ্রের পানিতে যা পারছে তাই ফেলে দিচ্ছে। আর মাছ-সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী সেগুলো খেয়ে নিচ্ছে। তার ফলে তাদের মৃত্যু হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সামুদ্রিক প্রাণীর পেটে প্লাস্টিক ও অন্যান্য উপাদান পাওয়ার ঘটনার কথা তুলে এনেছেন তারা।
ভিডিও দেখতে ক্লিক করুন