ফতুল্লায় ভেজাল খাদ্য পানীয় তৈরির দায়ে আটক ১

বাংলাদেশের ১৩তম বৃহৎ শহর নারায়ণগঞ্জের ফতুল্লায় অননুমোদিত কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরির দায়ে শিমুল তালুকদার নামে এক ব্যক্তিকে আটক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য পানীয় জব্দ করা হয়েছে।

আজ রোববার (১৩ জুন) র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ জুন) রাতে ফতুল্লা থানাধীন নিতাইপুর (মামুদপুর) এলাকায় র‍্যাবের একটি দর অভিযান চালিয়ে অননুমোদিত ‘জান্নাত ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির দায়ে শিমুলকে আটক করে। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন খাদ্য পানীয় এবং ভেজাল পানীয় তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

আটক শিমুল সরকারি অনুমোদন না নিয়ে কয়েক বছর ধরে ফতুল্লা থানাধীন নিতাইপুর (মামুদপুর) এলাকায় আব্দুর রহিমের টিনসেড ঘর ভাড়া নিয়ে ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ নামের একটি কারখানা চালিয়ে আসছিল। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে কারখানাটি দীর্ঘদিন ধরে ভেজাল পানীয় জান্নাত ফ্রুটি, সূর্য ম্যাংগো ফ্রুটিসহ বিভিন্ন ধরনের পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর।

আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তি জানানো হয়।

Scroll to Top