ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
পঞ্চগড়ের আব্দুর রউফ বলেন, আমরা বাড়িতে বসে গল্প করছিলাম। এসময় হঠাৎ খাট কেঁপে ওঠে। দ্রুত ঘর থেকে বের হয়ে দেখি ভূমিকম্প হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড়ে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূ-কম্পনের উৎপত্তি স্থল ভারতের সিকিম প্রদেশে।
এছাড়া রাজশাহী থেকে সিনিয়র করেসপন্ডেন্ট জানান রাত ৯টা ২০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
দ্যা ইকোনমিক টাইমস জানায়, ভূমিকম্পটি নেপাল-সিকিম সীমান্তে অনুভূত হয়। এ ছাড়া আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।