কথা দিচ্ছি জেলা পুলিশ সব সময় নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবে বলে জানিয়েছেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। নিজের জীবনের বিনিময়ে হলেও আমরা সেবা করে যাবো।
আজ সোমবার (১ মার্চ) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জায়েদুল আলম বলেন, আজকে আমাদের অতিথিরা এত ব্যস্ততা থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। তাদের ভালোবাসার কারণেই আমরা কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশ পুলিশ টিকে আছে। আমরা আশা করি, আমাদের প্রতি তাদের এ ভালোবাসা ও সহনশীলতা অব্যাহত থাকে। আমরা চেষ্টা করে যাবো।
আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা আজকে আমাদের মধ্যে নেই। যারা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে বুকের তাজা রক্ত দিয়ে দেশ ও মাতৃভূমির সেবা করা যায়। সে সমস্ত বীর পুলিশ সদস্যসহ যে চারজন আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কারণ তাদের আত্মত্যাগের কারণে পুলিশ বাংলাদেশ ও সারা বিশ্বের কাছে এক অনন্য মাত্রায় নিজের স্থান করে নিয়েছে। তারাই আমাদের সর্বক্ষণ অনুপ্রেরণা যোগান।
এ সময় উপস্থিত সব অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও একত্রে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন জায়েদুল আলম।