সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই চিকিৎসক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ ১০ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৭ জন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।
সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সোমবার পর্যন্ত মোট চার হাজার ৭৩৮ জনের নমুনা সংগ্রহ করে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে পাঠানো হয়। এরই মধ্যে তিন হাজার ৪৫১ জনের নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ৯৫৭ জনের করোনা পজিটিভ এসেছে। তবে আক্রান্তদের মধ্যে এরই মধ্যে ৭৫১ জন সুস্থ হয়েছেন।