নারায়ণগঞ্জ নগরীতে সকাল থেকে দুপুর অবদি টানা বৃষ্টি। নগরীর বিভিন্ন এলাকায় এবং সড়কের ওলি-গলিতে পানি জমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে চলছে বৃষ্টি।
সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরীর প্রধান প্রধান সড়ক তো বটেই, বিভিন্ন সংযোগ সড়কেও পানি জমে গেছে। কোথাও কোথাও দেখা যায় হাঁটুপানি জমেছে। অফিসমুখী নগরবাসী সম্মুখীন হচ্ছে নানা দুর্ভোগের। অনেকেই বৃষ্টিতে ভিজে, পানি মাড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। সঙ্কটে পড়েন পরিবহনের, বিশেষ করে রিক্সার। অন্যদিকে, বৃষ্টির কারণে সকাল থেকেই বঙ্গবন্ধু সড়ক ও নবাব সলিমুল্লাহ সড়কে সৃষ্টি হয় যানজটের।
কয়েক বছর ধরেই বৃষ্টি হলে নগরীর জলাবদ্ধতা নিত্য দিনের আতঙ্ক। সামান্য বৃষ্টিতেই নগরীর বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ সড়কসহ আশ-পাশের সড়কগুলোতে জলাবদ্ধতার চিত্র দেখা যায়। এই জলাবদ্ধতায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী।