খুলনার হরিণটানা এলাকায় করোনা মহামারির মধ্যেও পাঁচ দিন ধরে পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নীচে অবস্থান করছেন বয়োবৃদ্ধ নুরুল আমিন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ মে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে প্রতিপক্ষরা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করলেও বাড়ি ফিরতে পারেনি পরিবারটি।
জানা যায়, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানে হতদরিদ্র নুরুল আমিনের বসতঘর ক্ষতিগ্রস্ত হলে তারা একই জমিতে আরেকটি ঘরে আশ্রয় নেয়। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ মে তাদেরকে ওই ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দেয় প্রতিপক্ষরা। এতে খোলা আকাশের নীচে অবস্থান নেয় অসহায় পরিবারটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল আলম জানান, নুরুল আমিন ওই জমির মালিক ইঞ্জিনিয়র রফিকুল ইসলামের ভাড়াটিয়া। প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিবাদের কারণে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।