পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে সেন্ট্রাল ম্যানহাটনে নামি-দামি অনেক দোকান, শো-রুমে লুটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে কারফিউ জারি করা হয়েছে।
বিক্ষোভের সময় নিউইয়র্কের ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ে স্বনামধন্য ফ্যাশন স্টোর মাইকেল কোরস’সহ নাইকি, লেগোতে লুটের ঘটনা ঘটেছে। এ ছাড়া লুট হয়েছে মিডটাউনের অনেক ইলেকট্রনিকস শপ। এমন অবস্থায় সেখানে স্থানীয় সময় বুধবার সকাল ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত শহর জুড়ে কয়েক’শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, ম্যাডিসন অ্যাভিনিউতে অনেকগুলো দোকান লুট হয়েছে। এই পরিস্থিতি ‘সত্যিকার অর্থে অগ্রহণযোগ্য’। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে।
: নিউইয়র্ক টাইমস