ভারতরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
আজ শুক্রবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন৷ এসময় তিনি সহমর্মিতাও জানান ৷
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেন ও রাজ্যে আঘাত হানা সাইক্লোনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী সাইক্লোনে জানমালের ক্ষয়ক্ষতিতে মমতা বন্দোপাধ্যায়কে সমবেদনা জানান ও তারা অচিরেই এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সমবেদনা জানানোয় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সুপার সাইক্লোন আম্পান গত বুধবার (২০ মে) বিকেলে বাংলাদেশে আঘাত হানে, এর আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।