আজ সুন্দরবনসহ খুলনাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন আম্পান। এর প্রভাবে এ অঞ্চলে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড়ো বাতাস বইছে এবং ভারি বর্ষণ হচ্ছে।
খুলনা আঞ্চলিক আওহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ঘূর্ণিঝড় আম্পান প্রথম আঘাত হানা শুরু করে।
প্রচণ্ড ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কিছু কিছু জায়গায় গাছ পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা ঘর ও বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো।
নদীতে জোয়ার থাকায় কয়রা, পাইকগাছা ও দাকোপের নিম্নাঞ্চলের বেড়িবাঁধ উপচে লোকালয়ে নদীর পানি প্রবেশ করছে। অনেক স্থানে নদীর পানি প্রবল বেগে আচড়ে পড়ছে জীর্ণশীর্ণ বেড়িবাঁধের উপর। সন্ধ্যার আগে অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
খুলনা আঞ্চলিক আওহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানা শুরু করেছে সুন্দরবন, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা জুড়ে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় আম্ফানের অগ্রভাগ বর্তমানে খুলনা উপকূল অতিক্রম করছে। যার প্রভাবে খুলনায় ৭০/৮০ কি.মি. বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বইছে।