সোনারগাঁয়ে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নেতৃত্বে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় ধান মাড়াই কাজেও ছাত্রলীগের নেতাকর্মীরা সহায়তা করেন।
সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ জানান, করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিল না। বিষয়টি আমাদের নজরে আসে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর। আমরা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী গিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেই।
রাসেল মাহমুদ বলেন,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ যেকোনো সামাজিক কাজের সাথে লিপ্ত থাকবে। আজ আমরা কৃষকদের ক্ষতি কমানোর জন্য কৃষকদের ক্ষেতে ধান কেটে দিয়েছি। সমাজে প্রত্যেকটা মানুষ কৃষকদের পাশে দাঁড়ানো উচিৎ।