প্রাণঘাতী করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই মহামারি ঠেকাতে বিভিন্ন দেশে লকডাউন চলছে। এরইমধ্যে এশিয়ার বেশ কয়েকটি দেশে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ।
সিঙ্গাপুর আংশিক লকডাউন ১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার এতে ‘সার্কিট ব্রেকার’ বলছে। এই পদক্ষেপে স্কুল কলেজ বন্ধ থাকবে এবং প্রায় সবাইকে বাড়ি থেকে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবেশও বন্ধ।
হংকং সামাজিক দূরত্ব বজায় রাখার মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। সেখানে মঙ্গলবার নতুন করে চার জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।
হংকং-এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলছেন, “আত্মতুষ্টির সময় এটা নয়। এখন রাশ ঢিলে করা হরে এতদিন যেসব ভালো কাজ করা হয়েছে তার সবই জলে যাবে।\”
দক্ষিণ কোরিয়ার ফুটবল ক্লাবগুলোকে আজ থেকে ঘরের মধ্যে অনুশীলন করার অনুমতি দেয়া হয়েছে। এই মহামারির জন্য কে-লিগ ইতোমধ্যেই দু’মাস পিছিয়ে গেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হারবিন প্রদেশের হাসপাতালে সংক্রমণের খবর পাওয়ার পর দুটি এলাকায় ৪,১০৬ জনকে পরীক্ষা করে দেখা হয়েছে। হারবিন রুশ সীমান্তের কাছে।-বিবিসি বাংলা