কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা লেদা রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারীকে আটক করেছে। শনিবার রাতে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, শনিবার রাত সোয়া ৭টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের সদস্যরা লেদা রোহিঙ্গা বস্তির বি ব্লকের ১১৫ নং রোমের সৈয়দ আলমের ঘরে অভিযান চালিয়ে দুই হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ছৈয়দ আলমের স্ত্রী জোহরা বেগম (৩২) কে আটক করে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৮০ হাজার।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারীকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।