আগামী সপ্তাহে আবার হতে পারে ঝড়বৃষ্টি

আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিতে ভাসতে পারে ভারতের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ অংশ।

সোমবার (৪ মার্চ) আবহাওয়া সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলাদেশের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের ওপর তৈরি রয়েছে একটি উচ্চচাপ। ফলে সমুদ্র থেকে সমানে জলীয় বাস্প প্রবেশ করছে স্থলভাগে। যার সঙ্গে পশ্চিমি বাতাসের সংঘর্ষে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। যার জেরে ৪-৭ মার্চ পর্যন্ত গাঙ্গেয় উপত্যকায় চলবে দুর্যোগ। তবে বৃষ্টিপাতের হার সব থেকে বেশি থাকবে ৪ ও ৫ মার্চ।

এই নিয়ে দ্বিতীয় বৃষ্টিবলয় তৈরি হল চলতি বছরে। যার জেরে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। ফলে ক্ষয়ক্ষতি হতে পারে আলু ও ধান চাষের।

চলতি সপ্তাহের শুরু থেকেই কাঁদিয়েছে এক নাগাড়ে বৃষ্টি। বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আলু চাষে। বৃষ্টি ও বজ্রপাতে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।

Scroll to Top