শিলা বৃষ্টি দিয়েই ফাল্গুনের শুরু

সকাল ৭টা বেজে গেলেও সূর্যের আলো দেখা যাচ্ছিলো না। অন্ধকারের মধ্যেই হঠাৎ শুরু হয়ে গেলো বৃষ্টি। ঝড়ো হাওয়ার সাথে রীতিমতো শিলাবৃষ্টি।

রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানেই শিলা বৃষ্টি হয়।

পশ্চিমা লঘুচাপের কারণে ফাগুনের শুরুতেই এই বৃষ্টিতে একদিকে যেমন ধুলাবালি থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে ভোরের বৃষ্টিতে নগরীর অফিসগামী মানুষকে পড়তে হয় দুর্ভোগে।

যদিও দেশের বিভিন্ন স্থানে শনিবার রাত থেকেই শিলা বৃষ্টির খবর আসে। তবে রাজধানীতে ভোরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে বসন্তে এসে মেলে শীতের দেখা। বৃষ্টিতে রাজধানীতে গণপরিবহনের সংকট সৃষ্টি হয়। তাই অফিসগামী মানুষকে পড়তে হয় দুর্ভোগে।

শনিবারই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Scroll to Top