রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২১ অক্টোবর) বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে। তবে রাতে কমতে পারে বৃষ্টি।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের বৃষ্টিপাত রাত নাগাদ কমে আসবে। তবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গত দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগীয় শহরগুলোর মধ্যে খুলনায় ১৬৩, বরিশালে ১৮৬, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ১০০ চট্টগ্রামে ১০ ও সিলেটে ৮ ও রংপুরে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. সারোয়ার আলম বলেন, নিম্নচাপের কারণে শনিবারও বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও থেমে থেমে, তবে কোথাও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে । শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য ৩ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা ছিল।
শনিবার রাজধানীতে মুষলধারায় বৃষ্টি হওয়ায় অনেকের কর্মক্ষেত্রে যেতে বেগ পেতে হয়। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। নগরীর কিছু কিছু সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল পিকে