ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কেটে যাওয়ার পর শুরু হওয়া তাপদাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে।
তবে, ১২ অথবা ১৩ই মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সময় দুই বা তিন দিন কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও পরে আবার তাপমাত্রা বাড়বে। যা পুরো রমজান মাস অব্যাহত থাকবে। এখন স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ থেকে ৪ ডিগ্রী বেশি তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, \’সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। তবে, দেশের বিভিন্নস্থানে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে, দেশের কিছু কিছু স্থানের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশিও হতে পারে।\’