বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত সাতটি মরদেহ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে আনা হয়। ঠিক এমন সময় একটি মরদেহের পকেটে থাকা মুঠোফোন বেজে ওঠে। আর তাতেই মিলল ফজলে রাব্বি (২৭) নামে এক নিহতের পরিচয়।
ফজলে রাব্বির বাড়ি নারায়ণগঞ্জের ভুঁইগড়ে। তিনি এক সন্তানের জনক।
মর্গে রাব্বির সঙ্গে থাকা ফোন বেজে উঠলে তা বের করে কথা বলেন লাশের সঙ্গে থাকা আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন কর্মী। ফোনের অপর প্রান্ত থেকে এ কথা জানালেন রাব্বির বড় বোন শাম্মী আক্তার।
শাম্মী আক্তার জানান, ফজলে রাব্বি দুর্ঘটনাকবলিত এফআর টাওয়ারের ১১ তলায় ইউরো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ঢামেকের ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস বলেন, এই সাতজনের অধিকাংশই ধোঁয়ার আচ্ছন্ন হয়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে তার ধারণা।