দেশের প্লেয়াররা বাইরে গেলে নিরাপত্তা যাচাই হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে যারাই খেলতে এসেছে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছে, এখন থেকে দেশের বাইরে খেলোয়াড় পাঠানোর আগে নিরাপত্তার বিষয়টি যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪ লেন ফ্লাইওভার, লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, \’বাংলাদেশে যেসব দেশের খেলোয়াড় খেলতে এসেছেন সবাইকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে এবং আগামীতেও দেয়া হবে। এখন থেকে আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েই ভাবতে হবে। যেসব দেশ তাদের যথাযথ নিরাপত্তা দিতে পারবে, সেখানেই তাদের খেলতে পাঠানো হবে।\’

\"\"
ছবিঃ ফোকাস বাংলা

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, \’প্রতিটি উন্নয়নের লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের কল্যাণ করা। শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সরকার।\’ 

প্রধানমন্ত্রী বলেন, গণপরিবহণের ফিটনেস আছে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও ড্রাইভারদের লাইসেন্স দেয়ার আগে যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথাও বলেন প্রধানমন্ত্রী।  

তিনি আরও বলেন, \’দ্বিতীয় কাঁচপুর সেতু নিয়ে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদেরের অনেক আগ্রহ ছিল। কথা ছিল সেখানে গিয়ে আমি ব্রিজটি উদ্বোধন করবো। কিন্তু দুর্ভাগ্য ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওবায়দুল কাদের ফিরে এলে তাকে নিয়ে ব্রিজ পরিদর্শনে যাবো।\’

এ সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

Scroll to Top