মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য দ্বিতীয় দফায় ৮৫ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার সকাল পৌনে সাতটায় দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের অধীনে পাঠানো এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে—এক হাজার ৪৭৮ পিস তাঁবু, ২০ হাজার পিস কম্বল ও ১০ হাজার ৫০০ পিস মাদুর। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের লজিস্টিক অফিসার মার্ক কুইন এসব ত্রাণসামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) চট্টগ্রামের প্রশাসন ও অর্থ সহকারী মো. মাসুদুর রহমান খান উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হাবিবুর রহমান জানান, এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের কাছে যাবে ত্রাণসামগ্রী। এরআগে বৃহস্পতিবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য ৯৮ টন ত্রাণসামগ্রী পাঠায়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—৪ হাজার ২৬১ পিস তাঁবু।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি