বৃষ্টি থাকবে আরও দুই দিন

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও দুদিন থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে কর্মজীবী মানুষ গন্তব্যস্থলে রওনা হয়ে বিপাকে পড়েছেন।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, মৌসুমি বায়ুর দাপট চলছে। তাই দেশজুড়ে বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও দুদিন চলতে পারে। শুক্রবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে, ১১০ মিলিমিটার। একই সময় ঢাকায় ৯৪, মাদারীপুরে ৮৪, গোপালগঞ্জে ৭৩, ভোলায় ৮৯, ফেনীতে ৪৫, ময়মনসিংহে ৯, বরিশালে ৪২, খুলনায় ৩১, চট্টগ্রামে ১০, সিলেটে ২, রংপুরে ৪ ও রাজশাহীতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি